স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে পৌর শহরের খান বাহাদুর ঈসমাইল সড়কের পাশে অবস্থিত বিউটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, রনি মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ার পেইন্ট ও হাফিজের কাঠনকশার দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনটি দোকানের ভীতর দীর্ঘসময় ধরে আগুন জ্বলতে থাকে। টিনের চালায় আগুন লাগার পর আশপাশের লোকজন জানতে পারে। এতে বিউটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে থাকা মোটরসাইকেল, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, মূল্যবান যন্ত্রাংশ, রনি মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ারের মূল্যবান যন্ত্রাংশ, রঙ এবং হাফিজের কাঠনকশার দোকানে কাঠ ও কাঠ খোদাই করার মেশিন পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিউটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী এমদাদুল হক দাবি করেন অগ্নিকাণ্ডে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, মূল্যবান যন্ত্রাংশ পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রনি মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ার পেইন্ট এর স্বত্বাধিকারী রনি মিয়া বলেন, অগ্নিকাণ্ডে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Discussion about this post