কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয় দুটি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
‘অডিটর’ পদে ৩০৯ জন এবং ‘সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক’ পদে ১৪ জনকে নিয়োগ দেবে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়। এ দুটি পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। দুটি পদেরই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি।
অডিটর : বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা : ১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।
সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক : বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)। বয়সসীমা : ১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। ১৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়মাবলী : অডিটর পদে আবেদনের নিয়মকানুন জানতে ক্লিক করুন এই লিংকে। সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে আবেদনের নিয়মকানুন জানতে এই লিংকে ক্লিক করুন ।
Discussion about this post