বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কেউ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অন্য দেশে যাবে তাও করতে দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ফেরত আসা সবাই বাংলাদেশি নাগরিক, যারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন; এদের ফেরত আসার সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের তরফ থেকে সীমান্তে কোন কাটা তারের বেড়া দেয়া হয়নি। তবে পরিকল্পনা আছে মিয়ানমারের সীমান্তে বেড়া দেয়ার।
তিনি আরো জানান, সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে বিএসএফ প্রধান আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানান, ৪৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ৬৯৬টি বিওপি (বর্ডার আউট পোস্ট) রয়েছে। আরো ৭৩টি বিওপি নির্মাণে কাজ শুরু হয়েছে। বিজিবির জন্য দুটি হেলিকপ্টার কেনা হয়েছে।
Discussion about this post