দারুণ সম্ভাবনা জাগিয়ে দুই ভাইয়ের জাতীয় দলে আগমন ঘটেছিল। কিন্তু বিদায়টা মোটেও সুখকর হয়নি। এমনকী আইপিএলেও তাই। ভারতীয় পেসার ইরফান পাঠান অনেক আগে থেকেই আইপিএলে নেই। এবার তার বড় ভাই ইউসুফ পাঠানও দল পাননি। আইপিএল নিলামে তার বেস প্রাইস ছিল ১ কোটি রুপি। কিন্তু নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি।
একসময় একার হাতে বহু ম্যাচ জিতিয়েছেন ইউসুফ পাঠান। আইপিএলে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই ইউসুফ পাঠানকে নিলামে দলে নিল না কেউ। অতঃপর বড় ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য সোশ্যাল সাইটে এগিয়ে এলেন ইরফান পাঠান। টুইটারে ভাইকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘এমন ছোটখাটো ধাক্কা দিয়ে তোমার দুর্দান্ত ক্যারিয়ারকে মাপলে কিন্তু ভুল করা হবে। ক্যারিয়ার জুড়ে তুমি দুর্দান্ত পারফর্ম করেছ। তুমি সত্যিকারের ম্যাচ উইনার। তোমাকে সব সময়ে ভালবাসি লালা।’
নিলামের আগেই সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছিল পাঠানকে। ২০১৯ সালে হতশ্রী পারফরম্যান্স ছিল তার। ১০ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৪০ রান! সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৬। মাত্র ১ ওভার মাত্র বল করার সুযোগ পেয়েছিলেন, কোনো উইকেট পাননি। এবার সানরাইজার্স হায়দরাবাদ তরুণ প্লেয়ারদের উপরে ভরসা করেছে। যে কারণে দলে নিয়েছে বিরাট সিংহ, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, সঞ্জয় যাদবের মতো অখ্যাত তরুণ ক্রিকেটারদের। তাহলে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যারিয়ারও শেষ হলো ইউসুফের?
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post