এ বছর আগাম সবজি চাষে নেমেছেন তিনি। প্রায় দুই মাস আগে এক বিঘা জমিতে চাষ শুরু করেন ফুলকপির। জমিতে চারা রোপণের পর বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছিল। এখন গাছ থেকে তাঁর ভালো ফলন পাওয়ার কথা। কিন্তু অসময়ের বৃষ্টি ও রোদের তাপে এই গাছগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে।বগুড়ার শেরপুরে ছোটফুলবাড়ি গ্রামের কৃষক শহিদুল ইসলাম।
সবজি চাষে তাঁর ব্যয় হয়েছে ২৭ হাজার টাকা।আয় হবার কথা ছিল ৮০ হাজার টাকা। এখন চাষের ব্যয়ের টাকাও উঠবে না।স্থানীয় সবজিচাষি বলেন, অসময়ে বৃষ্টির কারণে তাঁরা এই ক্ষতির মুখে পড়েছেন।
বৃষ্টিতে খেতের মধ্যে কিছু পানিও জমে গেছে । তবে পানি দীর্ঘ সময় থাকেনি। রোদের প্রচণ্ড তাপে দুই-তিন দিনের পর গাছগুলোর পাতা নিস্তেজহয়ে হেলে ও মুড়িয়ে যেতে থাকে। এসব গাছে তেমন ফলনও নেই। খেতেই পচে যাচ্ছে অনেক গাছ।
Discussion about this post