প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় পাওয়ায় স্বাগতিক ভারত ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। তাই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে আজ রবিবার কটকে মুখোমুখি হবে দুই দল। তাই দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।
রোহিত শর্মা:
বিশাখাপত্তনমে ১৩৮ বলে ১৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ‘হিটম্যান’। ছন্দে থাকা রোহিত সব সময়েই বিপক্ষের কাছে ভয়ের কারণ। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে রোহিতকে নিয়ে চিন্তায় থাকতে হবে ক্যারিবিয়ানদের।
লোকেশ রাহুল:
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৪ বলে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। এর আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ও তৃতীয় টি টোয়েন্টিতে দলের ভরসা হয়ে উঠেছিলেন এই ওপেনার। মুম্বাইয়ের তৃতীয় টি টোয়েন্টিতে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি। তাই বিধ্বংসী ফর্মে থাকা রাহুলকে অল্প রানে বিদায় করতে হবে ক্যারিবিয়ানদের।
বিরাট কোহালি (অধিনায়ক):
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। হায়দরাবাদের প্রথম টি-টোয়েন্টি এবং মুম্বাইয়ের সিরিজ নির্ধারণী ম্যাচে ‘কিং কোহালি’কে থামাতে পারেননি ক্যারিবিয়ানরা। তবে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে রান না পেলে যেকোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি। তাই তাকে নিয়েও দুশ্চিন্তায় থাকতে হতে পারে ক্যারিবীয় বোলারদের।
শ্রেয়াস আইয়ার:
ভারতের প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে জানিয়েছিলেন, শ্রেয়াস আইয়ারকে চার নম্বরে দেখতে চান তিনি। আর চেন্নাইয়ে চার নম্বরে নেমে শ্রেয়াস আইয়ার নির্ভরতা দিয়েওছিলেন দলকে। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনেছিলেন তিনি। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ৩২ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। রোহিত-রাহুলের পাশাপাশি শ্রেয়াস আইয়ারের গতিশীল ইনিংসও এ ম্যাচে বিপদ ডেকে আনতে পারে ক্যারিবিয়ানদের জন্য।
ঋষভ পন্থ:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে জ্বলে ওঠেন পন্থ। চেন্নাইয়ের প্রথম ওয়ানডেতে ইনিংস গড়েন তিনি। দ্বিতীয় ওয়ানেডেতে রানের গতি বাড়ান পন্থ। তাই তৃতীয় ওয়ানডেতে তাঁর দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
কেদার যাদব:
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চেন্নাইতে প্রথম ওয়ানডেতে ৩৫ বলে ৪০ রান করেছেন কেদার যাদব। যা ছয় নম্বরে ভরসা দিয়েছে দলকে। তবে বল হাতে এক ওভারের বেশি দেওয়া যায়নি তাঁকে। দ্বিতীয় ম্যাচে ১০ বলে ১৬ রান করেন কেদার যাদব। সেই ম্যাচে অবশ্য কেদার যাদবের বিশেষ কিছু করার ছিল না। তবে গত ম্যাচে মিডেল অর্ডারে নামা এই ব্যাটসম্যানকে নিয়েও সতর্ক থাকতে হবে ক্যারিবীয়দের। কারণ দলের বড় স্কোরে ভূমিকা রাখতে পারেন তিনি।
রবীন্দ্র যাদেজা:
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন রবীন্দ্র যাদেজা। কিন্তু টেস্টে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যাট হাতেও ভরসা দিতে পারেন দলকে। ফিল্ডিংয়ে তিনি আবার বিশ্বের সেরাদের মধ্যেই পড়েন। যাদেজা দলে থাকলে কোহালির হাতে বিকল্প বাড়ে। কিন্তু চেন্নাইয়ে তাঁর বোলিং কাজে আসেনি। দ্বিতীয় ম্যাচে রান দিয়ে ফেললেও দুটি উইকেট নেন জাডেজা। কটকে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ক্যারিবীয়দের জন্য অশনিসংকেত হতে পারে।
নবদীপ সিংহ:
তৃতীয় ওয়ানডে ম্যাচে চোটের জন্য ছিটকে গিয়েছেন দীপক চহার। তাঁর জায়গায় খেলবেন নবদীপ সিংহ। এই পেসার প্রতি ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারেন। কটকে আগুন জ্বালাতে পারেন তিনি।
মহম্মদ শামি:
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন মহম্মদ শামি। কেন তাঁর বলের সবাই প্রশংসা করেন, সেটা বুঝিয়ে দেন ওয়াংখেড়ের সেই ম্যাচে। চিপকের প্রথম ওয়ানডে ম্যাচে শামিকে আগুনে ফর্মে পাওয়া যায়নি। আজ তাঁকে পুরনো মেজাজে দেখতে চাইছে দল। তৃতীয় ওয়ানডেতে কি পুরনো শামি ফিরবেন? তা এখন দেখার পালা।
কুলদীপ যাদব:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খারাপ বল করেননি কুলদীপ যাদব। রান কম দিয়েছেন। তবে উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন কুলদীপ। তৃতীয় ম্যাচের আগে দারুণ ছন্দে রয়েছেন তিনি। কটকে কুলীদপকে কীভাবে সামলান ক্যারিবিয়ান বোলাররা সেটাই দেখার বিষয়।
যুজবেন্দ্র চহাল:
কুলদীপকে পাশে পেলে চহাল হয়ে ওঠেন ভয়ঙ্কর। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চহালকে খেলানো হয়নি। বিশাখাপত্তনমেও তিনি নামেননি। তৃতীয় ম্যাচে শার্দুল ঠাকুরের জায়গায় খেলানো হতে পারে অভিজ্ঞ চহালকে। কারণ কুলদীপ রয়েছেন দারুণ ছন্দে। তাঁকে যোগ্য সঙ্গত করতে পারেন চহাল।
সূত্র : আনন্দবাজার
Discussion about this post