রোহিঙ্গা পর্দানশীন নারী জাহিদা বেগম (৩৬) আজ মঙ্গলবার পর্যন্ত তিনটি রোজা রেখেছেন। রোজাদার এই নারী সকাল-সন্ধ্যা ধরে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াতসহ তাসবিহ জপছেন। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছেন-যাতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত বর্বর নির্যাতনের বিচারসহ তারা (রোহিঙ্গা) নিজ দেশে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ফিরে যেতে পারেন।
জাহিদা বলেন, মহান আল্লাহকে আমরা ধরে রয়েছি। আল্লাহই আমাদের শেষ ভরসাস্থল। তাই রোজা রেখে, কোরআন তেলাওয়াত সহ তাসবিহ জপের মাধ্যমে আল্লাহকে ই বলছি- হে আল্লাহ তুমি আমাদের কূল-কিনারা দাও।
তিনি বলেন, তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণের মাধ্যমে দেশে ফিরে যাবার আকুতি নিয়ে এক খতম পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। ইতিমধ্যে কোরআনের অর্ধেক তেলাওয়াত শেষ করেছেন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post