মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে। তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়।
নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে, গতকাল সোমবার মানবাধিকার সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সহিংসতায় এত মানুষের মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টির তরফ থেকে বলা হয়েছে, তেহরান প্রদেশের শাহরিয়ার শহরে কয়েক ডজন মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দেশের অন্যান্য অংশে নিহতদের সংখ্যা নিশ্চিত করা হয়নি। অ্যামনেস্টির তথ্য প্রত্যাখ্যান করেছে ইরান। তবে দেশটির তরফ থেকেও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হয়নি।
অ্যামনেস্টির অপর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বেশ কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে, নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। হতাহতদের পরিবারকে মিডিয়ার কাছে কোনো তথ্য না জানানোরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নিহতদের শেষকৃত্যেরও অনুমতি দেওয়া হয়নি।
Discussion about this post