বরগুনার আমতলীতে গোপন সংবাদেন ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জামাল বিশ্বাসকে (২৯) আটক করেছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব আড়পাঙ্গাশিয়া গ্রামে কোম্পানীর স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি জামাল বিশ্বাসকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৯ পিস ইয়াবা পাওয়া যায়।
জামাল বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার বেঁচা কেনার কারবার করে আসছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে বলে র্যাব জানায়। আটক জামাল বিশ্বাস দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত চাঁন মিয়া বিশ্বাসের পুত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম বিশ্বাসের ভাই।
বুধবার রাত ৯টায় আটক কারবারী জামাল বিশ্বাসকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. আবুল বাশার বলেন, র্যাব কর্তৃক আটককৃত ইয়াবা কারবারি জামাল বিশ্বাসকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post