
সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেন। আল-মাসিরা টিভি।
চ্যানেলটি জানিয়েছে, রবিবার আল-হুদায়দা’র আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয় এবং সঙ্গে সঙ্গে সেটি ভূপাতিত হয়।
ইয়েমেনিদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অংশ হিসেবে সৌদি আরব ড্রোনটি পাঠিয়েছিল।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি আরবের তায়িজ প্রদেশে আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুহারা হয়েছে আরও লাখ লাখ ইয়েমেনি।
আগ্রাসনের প্রথম থেকেই ইয়েমেনিদের বিরুদ্ধে ড্রোনের সাহায্যেও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে সৌদি আরব।
Discussion about this post