নেত্রকোনার কলমাকান্দায় শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপজেলার খারনৈ ইউনিয়নের কান্দাপাড়া, কচুগড়া, গোবিন্দপুর এলাকায় ৬০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন, মানিক সরকার ও চাঁন দেওয়ানী প্রমুখ।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post