সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৪৭৯ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলায় সাহেব প্রতাব গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩২), মৌলভী বাজার সদর উপজেলায় সমপাশি গ্রামের নূর ইসলামের ছেলে মো. রুবেল (১৯), কুষ্টিয়া সদর উজেলায় চার মাইল গ্রামের ফয়জুদ্দিনের ছেলে দুলাল মিয়া (২৮)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শনিবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাদের সদর দপ্তরের সামনে এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তখন ঢাকাগামী কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে উল্লেখিত ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করা হয়। রবিবার দুপুরে র্যাব-১২ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি প্রকাশ করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post