ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের চিকিৎসক ডা. শরীফুল ইসলাম হাদী, তাঁর মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, স্বজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।
Discussion about this post