আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ঢাকার দেওয়া টার্গেটে খেলতে নেমে লিটন-আফিফ ঝড়ে ইনিংস শুরু করে পদ্মা পাড়ের দল রাজশাহী। দুজনে ৩ ওভারেই করে ফেলেন ৩৯! টি-টোয়েন্টিতে এমন শুরু হলে আর কী লাগে। কিন্তু না, ওহাব রিয়াজ যেন অপেক্ষা করছিলেন লিটনদের থাবা দিতে।
ঢাকা প্লাটুনের ১০০ রান করতে বল খরচ হয়েছিল ৮৬টি! টি-টোয়েন্টি ক্রিকেটে যা বড্ড বেমানান। তবে পরের ৩৪ বলে ৭৫ রান নিয়ে প্রথম দিকে ধীরগতির ব্যাটিংয়ে প্রভাব পুষিয়ে দেন তামিম ইকবাল ও আসিফ আলী। রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে এই দুজনের ব্যাটে ১৭৪ রান করে ঢাকা। ওহাব রিয়াজের বোলিং তোপে রাজশাহী এই রান আর টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ৭৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
এই ৩৯ রানেই রাজশাহীকে আটকে রেখে এক ওভারে রিয়াজ তুলে নিলেন লিটন দাস, অলক কাপালী ও শোয়েব মালিককে। ছয় বলের বিনিময়ে তিন ব্যাটসম্যানকে হারিয়ে যেন রাজশাহীর ব্যাটিং লাইনআপ নখদন্তহীন হয়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি রাসেলরা। শেষ পর্যন্ত দলটি ১০০ রানেই অলআউট হয়ে যায় ১৬ ওভার চার বল খেলে।
সর্বোচ্চ ৩১ রান করেন আফিফ। লিটন-বোপারা ১০ ও নাহিদুল করেন ১৪ রান। ওহাব রিয়াজ ৩ ওভার চার বল করে একাই নেন পাঁচ উইকেট। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, লুইস রিস ও শাদাব খান।
Discussion about this post