হাটি হাটি পায়ে দীপ্ত শপথে এক তরূণ নাবিকের পথচলা। করোনার মাঝেও থেমে নেই সেই অগ্রযাত্রা। হ্যা তানজীম রাব্বির তানরাত আজ পূর্ণ করলো এক বছর।
করোনার মাঝেও ইভেন্ট ম্যানেজমেন্ট থেমে নেই তানরাতের। কিছুদিন আগেই এক বৃহৎ পরিসরে অনুষ্ঠান সমপন্ন করলো তানরাত। উল্লেখ্য তানরাত শুধু একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপই না তারা কাজ করে বিভিন্ন সামাজিক সচেতনতা নিয়েও। ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো দেয়া, সাহিত্য বিষয়ক পাঠচক্র, আলোকচিত্র বিভাগ, মানষিক বিষাদগ্রস্থদের জন্য কাজ, স্কিল ডেভেলপমেন্ট, ভ্রমণ ছাড়াও ই কমার্স, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স নিয়েও কাজ করে তানরাতের বিভিন্ন বিভাগের কর্মীরা।
পুরোদেশে তানরাতকে জনপ্রিয় করা ও মেধার বিকাশ ঘটানো প্রধান লক্ষ্য উদ্দ্যোক্তা তানজীমের। পাশে প্রয়োজন শুধু স্পন্সরের। তাহলেই তার স্বপ্ন পূরণ হবে- এমনটাই মনে করে সে।
Discussion about this post