পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নারিকত্ব সংশোধনী বিল পাসের পরদিন বৃহস্পতিবার দুই মন্ত্রীর ভারত সফর স্থগিতের সিদ্ধান্ত নেয় ঢাকা।
আগামীকাল শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে তার ভারত সফরে যাওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, ‘সফরটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন। এ সফর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হতে পারে।’
এদিকে, আজ বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়া দিল্লিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের। তার বদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফরে গেছেন। রাষ্ট্রীয় অন্য কাজ থাকায় পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
অন্যদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, ভারতের নাগরিক সংশোধনী বিল (সিএবি) পাস হওয়ার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট সহিংসতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারত সফর বাতিল করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ডয়েচে ভেলে‘কে বলেন, ‘আমায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আমার প্রতিমন্ত্রী দেশের বাইরে মাদ্রিদে আছেন। পররাষ্ট্র সচিব হেগ-এ। দেশে চাহিদা বাড়তে থাকায় আমি ভারত সফর বাতিল করেছি। জানুয়ারিতে দিল্লি যাব। আর যে অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল, সেখানে আমি ডিজি-কে পাঠাচ্ছি।’
Discussion about this post