এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) বিভিন্ন সাব-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সাত হকি সংশ্লিষ্ট কর্মকর্তা। এ ছাড়াও এশিয়ান হকির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি জনাব আব্দুর রশীদ শিকদারকে একটি বিশেষ স্মারক প্রদান করা হয়। উপহারটি তার হাতে তুলে দেন এএইচএফ-এর সভাপতি ফুমিও ওগুরা ও প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম।
জানা গেছে, গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আবদুর রশিদ শিকদার।
এ ব্যাপারে আবদুর রশিদ শিকদার গণমাধ্যমকে জানান, ‘এই সভায় এশিয়ান হকি ফেডারেশনের সভায় বিভিন্ন সাব-কমিটিতে আমাদের সাতজনকে রাখা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে এত বেশি সংখ্যক সংগঠক বিভিন্ন কমিটিতে জায়গা পেলেন।’
সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন:
মোহাম্মদ কাওসার আলী (সদস্য, এএইচএফ গভরনেন্স প্যানেল)
জাহিদ হোসেন রাজু (সদস্য, এএইচএফ অ্যাথলেটস প্যানেল)
টুটুল কুমার নাগ (সদস্য, এএইচএফ কম্পিটিশন্স কমিটি)
মাকসুদুর রহমান (সদস্য, এএইচএফ আম্পায়ারিং কমিটি)
আ ন ম মামুন উর রশীদ (সদস্য, এএইচএফ ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি)
তারিক উজ জামান নান্নু (সদস্য, এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমী কমিটি)
আলমগীর আলম (সদস্য, এএইচএফ মাস্টার্স হকি প্যানেল)
উপরোক্ত কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন জনাব জাহিদ হোসেন রাজু, টুটুল কুমার নাগ, তারিক উজ জামান নান্নু ও আলমগীর আলম।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post