
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ইয়াবা কারবারি নিহত হয়েছে।পুলিশের দাবি, নিহত দুজনই মাদক কারবারি। এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-সার্কেল) নিহাদ আদনান তাইয়ানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকেটেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্যমতে, গোপন সংবাদের পুলিশের একটি দল গতকাল বুধবার বিকেলে একাধিক মামলার পলাতক আসামি জিয়াবুল হক বাবুল ও আজিম উল্লাহকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে একদল পুলিশ টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে তাদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকদের দলের লোকজন পুলিশের ওপর গুলি চালায় । পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জিয়াবুল হক বাবুল ও আজিম উল্লাহকে উদ্ধার করা হয়। তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।।
Discussion about this post