
কলাপাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কলাপাড়া বড় আখড়া বাড়ি কালি মন্দির, চিংগুড়িয়া হরি মন্দির, কুয়াকাটা রাধা গোবিন্ধ মন্দির, নিশানবাড়িয়া সর্বজনীন কালি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতা অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ ।
মণ্ডপ পরিদর্শনকালে যুবলীগের নেতা অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িকতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সৌহার্দ্য, ভ্রাতৃত্বে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল মহলের সমন্বয়ে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।