বল হাতে ২ উইকেট নেওয়ার পরে ব্যাটিংয়েও অসাধারণ পারফর্মেন্স করে দেখালেন মেহেদী হাসান। কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২ চার ও ৭ ছক্কায় ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ঢাকা প্লাটুনের এই অলরাউন্ডার। আর তার এই রান দলের জয়ে ভিত গড়ে দেয়।
জানা গেছে, গতকাল সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি কুমিল্লা ওয়ারিয়র্স। দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙ্গেন ঢাকার অফস্পিনার মেহেদি হাসান। এরপরে আরো দুটি উইকেট দ্রুত পড়লে বিপদে পড়ে কুমিল্লা। তবে রাজাপাক্ষের ৯৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।
জবাবে ১৬১ রানের লক্ষ্যে প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় ঢাকার ওপেনার এনামুল হক। ০ রানে ফিরেন তিনি। তার বিদায়ে উইকেটে যান মেহেদি। এরপর তামিম ইকবালকে নিয়ে ৫৩ বলে ৮৩ রান যোগ করেন তিনি। যার ৫০-ই মেহেদীর।
এর মধ্যে রবিউল ইসলাম রবির করা ইনিংসের পঞ্চম ওভারে টানা ৪ ছক্কার পর একটি চারে ২৮ রান নেন মেহেদী। ওভারের শেষ বলে কোনো রান নিতে না পারলেও এক ওভারেই প্রতিপক্ষকে রানের বন্যায় ভাসিয়ে দেন তিনি। ২০৩ স্ট্রাইক রেটে ২৯ বলে মোট ৫৯ রান করেন তিনি।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post