নেত্রকোনার কেন্দুয়ায় হাড়কাঁপানো শীতের মধ্যে শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিকেলে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে শতাধিক মুক্তিযোদ্ধার হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার বজলুর রহমান, ডেপুটি কমাণ্ডার আব্দুল কদ্দুছ খন্দকার ও মুক্তিযোদ্ধা গোলাম জিলানীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এদিকে তীব্র শীতের মধ্যে শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়ায় এরজন্য তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post