বিদেশীদের পদলেহন করছে এই সরকার। মানুষের স্বার্থে তারা কোন কাজ করছেনা। নিজেদের স্বার্থেই তারা কাজ করছে। ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে তারা। আমরা তিস্তা নদীর পানি পাই না। বর্ডারে আমাদের মানুষ গুলি করে হত্যা করে। কিন্তু তার বিচার হচ্ছে না, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৩৫ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফকরুল আরো বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্ত হবে না, খালেদা জিয়া গণ মানুষের নেতা। তাই এই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। খালেদা জিয়া কারাগারের বাহিরে থাকলে আওয়ামী লীগ এসব অন্যায় ও লুটপাট করতে পারতো না।
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাচ্ছে। তারা যে মুক্তিযুদ্ধের সরকার সরকার করে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ইতো বানিয়েছেন বেগম খালেদা জিয়া।
আবদুল মোমেন খান স্মৃতি সংসদের উদ্যোগে নরসিংদী সিএন্ডবি রোডের বধুয়া কমিউনিটি সেন্টারে স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান।
সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান রতন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) জয়নাল আবেদিন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, ছাত্র নেতা ফেরদৌস আহমেদ খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু, ছাত্রদলের সধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, জামাল আহমেদ চৌধুরী প্রমূখ।
Discussion about this post