বিএনপিপন্থি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় তাঁকে জামিন না দেওয়ায় তিনি এ মন্তব্য করেন।
শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ।
রায় ঘোষণার পর খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, এই মামলায় (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা) সাত বছরের সাজা পেয়েছিলেন খালেদা জিয়া। এর মধ্যে তিনি দেড় বছরের সাজা খেটেছেন। তিনি বয়স্ক, অসুস্থ। তার উন্নত চিকিৎসা দরকার। এ অবস্থাতেও যে তার জামিন আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করবেন, তা নজিরবিহীন। শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশেও এ ধরনের জামিন আবেদন নাকচ করে দেওয়ার নজির নেই।
খন্দকার মাহবুব আরো বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। তিনি পঙ্গু অবস্থায় আছেন। কেবল মেডিক্যাল গ্রাউন্ডেই নয়, তাঁর বয়স, অসুস্থতা সবকিছু বিবেচনায় নিয়েই আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত আমাদের দরখাস্ত নাচক করে দিয়েছেন। মেডিক্যাল বোর্ডের রেকর্ডে যেভাবে আছে, সেভাবে তাঁর চিকিৎসা করার কথা বলেছেন।
Discussion about this post