১। ১টি টেবিলের দাম ৫০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০ টাকা।
২। গুণ্য, গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে?
উত্তর : ১।
৩। গুণক ১০ ও গুণফল ০ হলে গুণ্যের মান কত?
উত্তর : ০।
৪। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯ সমান কত লিখতে হবে?
উত্তর : ১০০-১।
৫। ৫০৬০–৩২৫ = কত?
উত্তর : ১৬৪৪৫০০।
৬। গুণক ১ হলে, গুণফলের মান কিসের সমান হবে?
উত্তর : গুণ্য।
৭। ৪৮৭–১০০০; এখানে গুণফল কয় অঙ্কবিশিষ্ট?
উত্তর : ৬।
৮। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৭০১৫ সমান কত লিখতে হবে?
উত্তর : ৭০০০+১৫।
৯। ৫৫৫৫–৫০০ = কত?
উত্তর : ২৭৭৭৫০০।
১০। ৭০৭০–৩৪৭ = কত?
উত্তর : ২৪৫৩২৯০।
১১। ৫৬–২৮ = ৭১৬৮, ফাঁকা ঘরে কত হবে?
উত্তর : ২।
১২। ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫ হলে, ভাগফল কত?
উত্তর : ৪২।
১৩। শফিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করে। এক দিনে তার আয় কত?
উত্তর : ২২৫ টাকা।
১৪। ভাজ্য ৯৮৭৬৫ এবং ভাজক ১০০ হলে, ভাগশেষ কত?
উত্তর : ৬৫।
১৫। একজন শ্রমিকের দৈনিক আয় ১৭৫ টাকা হলে তার ১ সপ্তাহের আয় কত?
উত্তর : ১২২৫ টাকা।
১৬। ৯১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর : ১।
১৭। ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য কয়টি সংখ্যা আছে?
উত্তর : ২০টি
১৮। একটি সংখ্যার ৪ গুণ ২৬৮ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৭।
১৯। দৈনিক ১২০ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৬০০ কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে?
উত্তর : ৫ দিন।
২০। ৪৮৪৮—৮ = কত?
উত্তর : ৬০৬।
২১। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর : ০।
২২। ৮৭১১৫ কে ১৩১ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
উত্তর : ৬৬৫।
২৩। ১৮১২৫—১৪৫ = কত?
উত্তর : ১২৫।
২৪। ২৪৫০০ কে তিন অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
উত্তর : ২৪৫।
২৫। ভাজ্য ৩৪৩০৫, ভাজক ১০০ ও ভাগশেষ ৫ হলে ভাগফল কত?
উত্তর : ৩৪৩।
২৬। দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৪৮।
২৭। দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৯।
২৮। ২৪-৩–২—২ কত?
উত্তর : ২১।
২৯। যদি ২ ডজন আমের দাম ২৪০ টাকা হয় তাহলে ৭টি আমাদের দাম কত?
উত্তর : ৭০ টাকা।
৩০। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
৩১। ৪টি কলমের মূল্য ৩৬ টাকা হলে ৯টি কলমের মূল্য কত?
উত্তর : ৮১ টাকা।
৩২। কোন সংখ্যার তিন গুণ থেকে ১০ বিয়োগ করলে ২০ হয়, সংখ্যাটি কত?
উত্তর : ১০।
৩৩। ৭–(৮+ক) = ৭০; এখানে ক-এর মান কত?
উত্তর : ২।
৩৪। ৫+৩-২ ৫+৫-২ খালি ঘরে কী প্রতীক বসবে?
উত্তর : <।
৩৫। (খ—৮) + ৯ = ১৫ হলে খ-এর মান কত?
উত্তর : ৪৮ টাকা।
৩৬। ৯ ৯ ৮ ৮ = ৮২ ফাঁকা ঘরে প্রতীক বসাও।
উত্তর : –, +, —।
৩৭। ৭৬ থেকে ক বিয়োগ করলে ৪০ হয়, তা গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও।
উত্তর : ৭৬-ক = ৪০।
৩৮। নিচের খোলা বাক্যে অক্ষর প্রতীকের মান কত?
(ক—৫)–৪ = ৮০—(৫–৪)।
উত্তর : ৫।
৩৯। দুইটি সংখ্যার ল.সা.গু ১২ ও গ.সা.গু ২। একটি সংখ্যা ২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১২।
৪০। ১৫ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
উত্তর : ২টি।
৪১। সবচেয়ে ছোট মৌলিক গুণনীয়ক কত?
উত্তর : ২
৪৮। রিনি ১ ঘণ্টায় ৩.৫ কিলোমিটার হাঁটতে পারে। ৭ কিলোমিটার হাঁটতে তার কত ঘণ্টা লাগবে?
উত্তর : ২ ঘণ্টা।
৪৯। ০.১–০.০০১–০.০০১ = কত? উত্তর : ০.০০০০০০০১।
৫০। ৬টি বইয়ের গড় ওজন ১৫৪ গ্রাম হলে বইগুলোর মোট ওজন কত?
উত্তর : ৯২৪ গ্রাম।
৫১। তিন পুত্র ও পিতার বয়সের গড় ২৩ বছর হলে, তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর : ৯২ বছর।
৫২। ৩টি সংখ্যার গড় ১৫ ও ২টি সংখ্যার গড় ২৫ হলে, ঐ ৫টি সংখ্যার গড় কত?
উত্তর : ১৯।
৫৩। পাঁচটি সংখ্যার গড় ৫০। এদের মধ্যে চারটি সংখ্যার গড় ৪০ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৯০।
৫৪। ৩ জন ছাত্রের গড় বয়স ১০ বছর হলে, তাদের বয়সের যোগফল কত?
উত্তর : ৩০ বছর।
৫৫। মার্চ মাসের বৃষ্টিপাতের পরিমাণ ৯৩০ মিলিমিটার হলে, ঐ মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার?
উত্তর : ৩০ মিলিমিটার।
৫৬। শতকরা মুনাফার হার বলতে কী বোঝো?
উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফা।
৫৭। ০.০৫ কে শতকরায় প্রকাশ করো।
উত্তর : ৫%।
৫৮। ১০০ টাকার ১০% এর সঙ্গে ১০ টাকার ১০০% যোগ করলে কত হয়?
উত্তর : ২০ টাকা হয়।
৫৯। ১৫ টাকা ১৫০ টাকার শতকরা কত ভাগ?
উত্তর : ১০ ভাগ
৬০। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
উত্তর : বর্গ।
৬১। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?
উত্তর : সমান্তরাল ও সমান।
৬২। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত সেন্টিমিটার হবে?
উত্তর : ১৬ সেন্টিমিটার।
৬৩। যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?
উত্তর : বর্গ।
৬৪। চতুর্ভুজের একটি কোণ ৬০হ্ন হলে অপর তিনটি কোণের যোগফল কত?
উত্তর : ৩০০হ্ন।
৬৫। নিচের চিত্রে ‘গ’ কোণের পরিমাণ কত ডিগ্রি?
উত্তর : ৬০হ্ন।
৬৬। ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে ১০ ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে?
উত্তর : ২৫.৪ সেন্টিমিটার।
৬৭। ১১ কেজি ৩৪০ গ্রাম ও ১৫ কেজি ৭৫০ গ্রামের যোগফল কত?
উত্তর : ২৭ কেজি ৯০ গ্রাম।
৬৮। ১১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
উত্তর : ১১০০০ কিলোগ্রাম।
৬৯। ২ কেজি ৩০০ গ্রাম +৩ কেজি ৭০০ গ্রাম = কত? উত্তর : ৬০০০ গ্রাম।
৭০। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল ১২৫ বর্গমিটার এবং উচ্চতা ২৫ মিটার হলে, ভূমি কত মিটার?
উত্তর : ১০ মিটার।
৭১। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং উচ্চতা ৩০ মিটার হলে, ভূমি কত? উত্তর : ১৪.৪ মিটার।
৭২। বর্গের একটি কর্ণ ৫ সেন্টিমিটার হলে অপর কর্ণটি কত? উত্তর : ৫ সেন্টিমিটার।
৭৩। ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখা ২২ : ২৮ কে ১২ ঘণ্টা সময়সূচিতে লেখো। উত্তর : অপরাহ্ন ১০:১৮।
৭৪। একবিংশ শতাব্দীতে কয়টি অধিবর্ষ হবে? উত্তর : ২৪টি।
৭৫। ২০১৮ সাল কি অধিবর্ষ? উত্তর : অধিবর্ষ নয়।
৭৬। ১ দশক = কত বছর? উত্তর : ১০ বছর।
৭৭। ইংরেজিতে কতগুলো মাসে ৩১ দিন করে আছে? উত্তর : ৭টি।
৭৮। বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত?
উত্তর : ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত।
৭৯। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ উপাত্তগুলো ৪ শ্রেণিব্যবধানে বিন্যস্ত করলে সারণিতে কয়টি শ্রেণি পাওয়া যায়?
উত্তর : ৩টি।
দ্বারা কতজন শিক্ষার্থী বোঝায়?
উত্তর : ২৪ জন।
৮১। ২৬, ১২, ১৪, ২৫, ২০, ২৫, ১০, ১৬, ২৫ উপাত্তে কোন সংখ্যাটি একাধিকাবার আছে? উত্তর : ২৫।
৮২। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : চারটি।
৮৩। কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়? উত্তর : মনিটরে।
৮৪। প্রিন্টার কোন ধরনের ডিভাইস?
উত্তর : আউটপুট ডিভাইস।
৮৫। কম্পিউটার কী ধরনের যন্ত্র?
উত্তর : ইলেকট্রনিক।
৮৬। লেখচিত্র বলতে কী বোঝো?
উত্তর : চাক্ষুুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র।
৮৭। কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব ১১০ জন/বর্গকিলোমিটার। আয়তন ৫ বর্গকিলোমিটার হলে ঐ গ্রামের জনসংখ্যা কত?
উত্তর : ৫৫০ জন।
৮৮। ক্যালকুলেটর কী?
উত্তর : ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র, যা বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।
৮৯। ‘অন’ করা ক্যালকুলেটরে নিচের হিসাবটি পেতে কয়টি বোতাম টিপতে হবে? ১৭+৯ = ১৬
উত্তর : ৫টি।
৯০। কম্পিউটারের একটি অংশের নাম লেখো।
উত্তর : মনিটর।
৯১। আসিফ নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন?
উত্তর : বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
৯২। ৮+৭ এর যোগফল বের করতে সচল ক্যালকুলেটরে কতটি বোতাম টিপতে হবে?
উত্তর : ৪টি।
৯৩। ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয়?
উত্তর : ON/AC।
৯৪। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে?
উত্তর : যাবতীয় হিসাব-নিকাশ, লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ প্রভৃতি কাজকে অতি সহজে করার জন্য কম্পিউটার ব্যবহার করে।
৯৫। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।
৯৬। ইংরেজি কম্পিউটের (Compute) বাংলা অর্থ কী?
উত্তর : হিসাব করা।
৯৭। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লেখো।
উত্তর : মাউস।
৯৮। সচল ক্যালকুলেটরে ৫.৭x১.৮ সমস্যার সমাধানে কতটি বোতাম চাপতে হবে? উত্তর : ৮টি।
৯৯। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : চারটি।
১০০। কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
উত্তর : মনিটরে।
Discussion about this post