ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে দেশটির ছাত্র-যুবকরা। এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পথ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যেতে বললেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রাথমিক কর্তব্য হল ক্লাসে যাওয়া এবং পড়াশোনা করা। একইসঙ্গে দেশজুড়ে যে অস্থিরতা চলছে তা প্রশমিত করার ওপরেও জোর দিয়েছেন সাবেক অধিনায়ক।
এই আন্দোলনে জামিয়া মিলিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং জেএনইউসহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। শনিবার দিল্লিতে লালবাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতা দেওয়ার অবসরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাভাস্কার বলেন, ‘শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই, আপনারা ক্লাসরুমে ফিরে যান। ক্লাস করুন। কারণ ক্লাস করাই আপনাদের প্রধান কর্তব্য। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছেন। সুতরাং মন দিয়ে পড়াশোনা করুন।’
মোদি সরকারের এই বিতর্কিত আইন সমর্থন করেন কিনা- এমন বিষয়টি এড়িয়ে গিয়ে গাভাস্কার আরও বলেন, ‘দেশে অস্থিরতা চলছে। কিছু ইয়াংস্টার ক্লাসরুম ছেড়ে পথে নেমে এসেছেন। এমনকী এদের মধ্যে অনেক তরুণকে হাসপাতালে ভরতি হতে হয়েছে। তবে শিক্ষার্থীদের বৃহৎ অংশ ক্লাসরুমে। তারা তাদের ক্যারিয়ার তৈরিতে ব্যস্ত। তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আমরা সবাই একসঙ্গে হলেই একমাত্র দেশকে উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছে নিয়ে যেতে পারব।
Discussion about this post