স্প্যানিশ লা লিগায় ঘাম ঝরানো জয়ে আবারো শীর্ষস্থান দখল করলো বার্সেলোনা। মঙ্গলবার রাতে অ্যাথলেটিকো ক্লাবকে তারা হারিয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটিকে করে বার্সাকে পয়েন্ট খোয়ানো থেকে রক্ষা করেন ইভান রাকিটিচ।
২০১৮ সালের মার্চের পর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এটি বার্সার প্রথম জয়। চলতি মৌসুমে এই ম্যাচের দলটির কাছে দুবার হেরেছে মেসিরা। এদিনও প্রথম সুযোগটা পেয়েছিলো তারাই। তৃতীয় মিনিটে উনাই লোপেসের নিচু ক্রস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। পরের মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। বিপজ্জনক জায়গা থেকে ঠিকমতো শট নিতে পারেননি লুইস সুয়ারেজ। ফিরতি বলে সার্জিও বুসকেটসের শট ডি-বক্সে প্রতিহত হয়।
বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিক বার্সেলোনা। তবে সফরকারীদের রক্ষণ ছিল দুর্দান্ত। দারুণ চেষ্টা করেও জমাট রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ হচ্ছিলেন মেসি-গ্রিজম্যানরা।
প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ম্যাচের নায়ক ইভান রাকিটিচ। ৭১ মিনিটে মেসির অ্যাসিস্টে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি। এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন তিনি।
কষ্টের জয়ে ম্যাচ শেষ হতে না হতে শুরু হয় মেসির জন্মদিন। অধিনায়কের জন্য এই গোলের চেয়ে ভালো উপহার আর কিই বা হতে পারে।
৩১ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে বুধবার জিতলেই শীর্ষে ফিরবে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫।
Discussion about this post