
ডেঙ্গু জ্বরের কারণে মৃত্যু হয়েছে এক শিশুর। এই মৃত শিশুর চক্ষু দান করে মহান হৃদয়ের পরিচয় দিয়েছে পরিবার। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে।
জানা গেছে, ৩ বছর বয়সী শিশুটির নাম অহর্ষি ধর। গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিল সে । বৃহস্পতিবার ভর্তি করা হয় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ হাসপাতালে। নমুনা পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। রবিবার সকাল থেকে শারীরিক অবস্থার ক্রমাবনতি হতে থাকে। পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রেখে দিতে হয় ভেন্টিলেশনে।
সে সময় চিকিৎসকেরা জানান, শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। রক্তচাপ অনেক কমে যায়। ডেঙ্গু ধরা পড়েছিল। রবিবার রাতেই তার মৃত্যু হয়। হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যুর উল্লেখ রয়েছে। শিশুটির সব অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। তবে শুধু চোখ ছাড়া অন্য কোনও অঙ্গ দান করার মতো অবস্থায় ছিল না। তাই শুধু চোখ দান করা হয়।
সল্টলেকের এক বেসরকারি চক্ষু হাসপাতাল কর্নিয়া সংগ্রহ করে। এত ছোট শিশুর চক্ষুদান সচরাচর শোনা যায় না।
শিশুর বাবা শুভ্রজিৎ ধর জানান, ছেলেকে আর ফিরে পাওয়া যাবে না। অন্য কোনও দৃষ্টিহীন শিশু তার ছেলের চোখ দিয়েই পৃথিবীর আলো দেখুক, এই ভাবনাতেই সিদ্ধান্ত চক্ষুদানের।
সূত্র : আজকাল
Discussion about this post