চলতি বিপিএলে নিজের বিধ্বংসী ফর্মটা ধারাবাহিকভাবেই ধরে রেখেছেন তরুণ ওপেনার লিটন দাস। আজও তারকাবহুল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঝলসে উঠল তার ব্যাট। ওপেনিংয়ে নেমে লিটনকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক তরুণ ওপেনার আফিফ হোসেন ধ্রুব। তাদের দুর্দান্ত ব্যাটিং আর শেষে শোয়ব মালিকের ফিনিশিংয়ে ৮ উইকেটের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী।
১৫৬ রানের মামুলি টার্গেট তাড়ায় নেমে বিধ্বংসী সূচনা করেন লিটন আর আফিফ। ৩১ বলে ৩২ রান করা আফিফ আউট হলে ভাঙে ৮৮ রানের ওপেনিং জুটি। অন্যপ্রান্তে ঝড় তুলে যান লিটন। ২৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর লিটন যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তার ৪৮ বলে ৭৫ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং ১টি ছক্কার মার। এরপর শোয়েব মালিকের ২৫ বলে ৪৩ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৫ রান তোলে চট্টগ্রাম। অনুজ্বল ক্রিস গেইল করেন ২১ বলে ২৩ রান। জুনায়েদ ফিরে যান ২৩ বলে ২৩ রান করে। দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েসও বেশি কিছু করতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে ফিরেন তিনি।চ্যাডউইক ওয়ালটন সাজঘরে ফেরেন মাত্র ৪ রান করে। পঞ্চম উইকেট জুটিতে দলকে বলার মতো অবস্থানে নিয়ে যান মাহমুদউল্লাহ ও নুরুল সোহান। দুজনের জুটিতে ২৫ বলে আসে ৩৮ রান। শেষে সোহানের ১৬ বলে ৩০ রান আর মাহমুদউল্লাহর অপরাজিত ৪৮* রানের ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়াড় ৫ উইকেটে ১৫৫ রান।
Discussion about this post