বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম পর্ব শেষ। আগামীকাল ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পর্ব। তার আগে রয়েছে একদিনের বিরতি।
চট্টগ্রামে যাওয়ার আগে ঢাকার প্রথম পর্বে ৪ দিনে হয়েছিল ৮টি ম্যাচ। এবার সিলেট যাওয়ার আগে ঢাকার দ্বিতীয় পর্বেও হবে সমান ৮টি ম্যাচ।
আগামীকাল শুক্রবার ঢাকা প্লাটুনের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লড়াই দিয়ে শুরু হচ্ছে ঢাকা পর্ব। তার আগে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে দলগুলোর অনুশীলন।
ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার ঢাকা-চট্টগ্রাম ম্যাচের পর সন্ধ্যায় লড়বে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স।
গত শনিবার চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলার পর রোববারই তারা ফিরে আসে ঢাকায় এবং সোমবার থেকে শুরু করে দিয়েছে অনুশীলন। তবে ঢাকা ও খুলনা রাজধানীতে ফিরেছে বুধবার। অনুশীলন শুরু করবে আজ।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post