চীন উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালাতে সরকারের কাছে আবেদন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।
সিনোভ্যাক জানুয়ারিতে করোনাভ্যাক নামের এই কভিড-১৯ প্রতিরোধী এই ভ্যাকসিন আবিষ্কার করে।
চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড কোম্পানির তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন সাতটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর ট্রায়াল চালানো হবে।
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান মঙ্গলবার জানান, ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানোর আইসিডিডিআর’বির আবেদন শিগগিরই মূল্যায়ন করা হবে।
এর আগে গত ২০ জুলাই দেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের নৈতিক অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।
Discussion about this post