এখনও বড় পর্দায় আসেননি আমির খানের মেয়ে ইরা। কিন্তু তাতেই যে চমক দেখাচ্ছেনে এতে বেশ বোঝা যাচ্ছে বি-টাউনের সেনসেশন হয়ে ওঠা তার কাছে শুধুই সময়ের অপেক্ষা। তবে ইরা পর্দায় অভিনয়ের থেকে বেশি উৎসাহী ক্যামেরার পিছনে থেকে নির্দেশনা দেওয়ায়। এমনকি সেলুলয়েডের থেকে বেশি মঞ্চ তাকে টানে।
তবে যাই হোক না কেন পুরুষ হৃদয়ে ঝড় তুলতে তার জুড়ি অনেক ভার। নানারকম হটকে ফোটোশুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ইরা। আর ইরার ছবি বাজারে পড়তে না পড়তেই হট কেকের মতো ভাইরাল হতে বেশি সময় নেয় না।
কয়েকদিন আগে পাহাড়ের কোলে নিজের উন্মক্ত উরুর ছবি পোস্ট করেছিলেন তিনি। আজ আবার একটি ট্রি-হাউসের মাথায় উঠে ছবি তুলেছেন তিনি। লাল গাউন পরে তাকে দেখতেও লাগছে মোহময়ী। ছবিটি পোস্ট করে ইরা জানিয়েছেন, ছোট থেকেই এর রকমই একটা ট্রি-হাউসের খুব ইচ্ছা রয়েছে তার।
Discussion about this post