ছোট ভাইয়ের মরদেহ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান বড় ভাই গোলাম সরোয়ার (৫৫)। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামের মফিজুল ইসলামের সন্তান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ঢাকাতে ব্যবসা করতেন নোয়াখালীর চাটখিলের বাসিন্দা যুবদল নেতা মাহফুজুর রহমান জহির (৪৫)। শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর তাঁর বুকে ব্যথা উঠে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মরদেহ অ্যাম্বুলেন্সে করে নোয়াখালীর চাটখিলের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে তাঁর বড় ভাই গোলাম সরোয়ার (৫৫) গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। যাত্রাপথে শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
Discussion about this post