সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামে এক কৃষকের ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। সোমবার দিবাগত রাত সারে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের এ ঘটনা।
ক্ষতিগ্রস্ত কৃষক নবীর উদ্দিন জানান, তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে কয়েলও জ্বালানো ছিল না। কে বা কারা শত্রুতা করে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। পাড়ার প্রায় সব লোকজন মিলে আগুন নিভাতেই গোয়ালের ৩টি বড় মহিষ ও ৩টি মহিষের বাছুর পুড়ে একেবারে ঝলসে যায়। এ সময় গোয়ালের মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের (২৫) শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।
এদিকে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানিয়েছেন, অভিযোগ পেলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post