গাজীপুরের টঙ্গীতে একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১) ভোরে টঙ্গীর চেরাগালি ডেস্ক অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, দিনাজপুরের কোতায়ালি থানার ফরকাবাদের অফি উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (৪৮) টঙ্গীর এরশাদনগরে ভাড়াবাড়িতে বসবাস করে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে টঙ্গীর চেরাগ আলী ডেক্স অফিসের সামনে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করলে আশুলিয়ার কুমকুমারি বাজারের আজিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবিন (২২), মো. সাগর (২১) ও মানিক (২৩) কামাড়পাড়া যাওয়ার উদ্দেশ্য ভাড়া নেয়, পরে কামাড়পাড়া যাওয়ার সময় ঢাকা ষ্টীলের সামনে চালকে কিলঘুষি মেরে অটোরিক্সাটি ছিনতাইয়ের চেষ্ঠা চালায়। পরে পথচারী ও টহলরত পুলিশের সহায়তায় রবিনকে আটক করলে অন্য দুজন পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিন
Discussion about this post