টঙ্গী কলেজ গেইট, সফিউদ্দিন রোডে এক ভাড়াটিয়ার বাসা থেকে চুরি হয়ে যায় মূল্যবান স্বর্ণ গহনা ও নগদ টাকা। উক্ত বাসার সদস্যরা দিন তিনেকের জন্য গ্রামের বাড়িতে যায়। উক্ত বাসার সদস্যরা গ্রাম থেকে ফিরে বাসার দরজা খুলতে দিয়ে দেখে ভেতর থেকে লক করা। এর পর ওই বাড়ির মালিকদের ঘটনাটি জানানো হয় এবং সবার উপস্থিতিতে কাঠ মিস্ত্রী দ্বারা দরজাটি খোলা হয়। রুমের ভিতরে ঢুকে দেখা গেল সব কিছু তছনছ করা। পাশের এক ফ্লাটের থেকে জানা যায় ১২ নভেম্বর ২০১৯ আনুমানিক রাত ৪ টায় তাঁরা একটা শব্দ পায়। রান্না ঘরের অ্যাডজাস্টার ফ্যান ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং চুরি করে সেই পথ দিয়েই পালায়ন করে। টঙ্গী থানার এস.পি জনাব হাবিবুর রহমান স্যার জানান, এমন ঘটনার সাথে কারা জড়িত সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post