বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৬তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ে কুমিল্লা ওয়ারিয়র্স। আজ বুধবার দুপুর দেড়টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
কুমিল্লার অধিনায়ক মালান টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ মাত্র ২ উইকেট হারিয়ে চ্যালেন্জিং স্কোরের দিকে এগুচ্ছে মুশফিকের দল খুলনা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে খুলনার সংগ্রহ ১৩৮ রান।এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পঞ্চম স্থানে আছে কুমিল্লা ওয়ারিয়র্স।
Discussion about this post