প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট।
তবে এতে তিনি এখনই ক্ষমতা হারাচ্ছেন না। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এটি পাস হতে হবে। সিনেটে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য সংখ্যা বেশি হওয়ায় সেখানে এটি পাস হবার সম্ভাবনা নেই বললেই চলে। এরইমধ্যে রিপাবলিকান পার্টি জানিয়ে দিয়েছে, তারা অভিশংসনের পক্ষে ভোট দেবেন না।
ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ উত্থাপন করে তার ওপর নিম্নকক্ষ তাকে অভিশংসিত করেছে। এর একটি হলো ক্ষমতার অপব্যবহার, আর অন্যটি সংসদের কাজে বাধা সৃষ্টি।
প্রথম অভিযোগ বলা হয়েছে, তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন এবং দ্বিতীয়টি হলো অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
তবে রিপাবলিকান দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অন্যায় করেন নি বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে অভিশংসনের তদন্তকে ‘উইচ হান্ট’ বা ডাকিনি বিদ্যা বলে অভিহিত করেছেন।
যখন একজন প্রেসিডেন্টকে অভিশংসনের বিষয় আসে তখন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে প্রতিনিধি পরিষদের অভিশংসনের ক্ষমতা আছে। তারা গ্রান্ড জুরি হিসেবে ভূমিকা পালন করতে পারে এবং অভিযোগ আনতে পারে। এরপরেই সিনেটের ভূমিকা। তারা একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পারে। ‘রাষ্ট্রদ্রোহিতা, ঘুষ গ্রহণ, অন্যান্য উচ্চ পর্যায়ের ক্রাইম এবং দুর্ব্যবহারের’ অভিযোগে তাকে অভিযুক্ত করতে পারে। সাবেক প্রেসিডেন্ট অ্যানড্রু জনসনের অভিশংসসের ওপর ভিত্তি করে কিছু সাধারণ নিয়ম আছে। তা হলো রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল এবং ডেমোক্রেট নেতা চাক শুমারকে তথ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শী, সময়কাল, যুক্তি সব কিছুর বিষয়ে গাইডলাইন নির্ধারণ করতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।
দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ঐ অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুজন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তারা হলেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে তাদের কাউকেই ক্ষমতাচ্যুত করা যায়নি। আগামী মাসে মার্কিন সংসদের উচ্চ কক্ষ সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিষয়ে ভোটাভুটি হতে পারে। সিনেটের ১০০ আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকান পার্টির, ৪৫টি ডেমোক্রেটিক পার্টির এবং অপর দু’টি আসন থেকে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। ফলে ধারণা করা হয়, সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় রেহাই পেতে পারেন ট্রাম্প।
সিনেটে অভিশংসন অধিবেশনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। তবে সিনেটরারা একই সঙ্গে জাজ এবং জুরি উভয় ভূমিকা পালন করবেন। বিচারক রবার্ট নিশ্চিত করবেন যে অভিশংসনে যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা। যদি সমান সংখ্যক ভোট পড়ে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেবেন।
অন্যদিকে ইমপিচমেন্ট ম্যানেজার হিসেবে ডেমোক্রেটদের নির্বাচিত একটি গ্রুপকে বাছাই করবেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তারা সিনেটে নিম্নকক্ষের মামলার বিষয়ে অভিশংসনে সিনেটে প্রতিনিধিত্ব করবেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভাল পছন্দের হতে পারেন ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এডাম শিফ এবং জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলার। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে অভিশংসন প্রস্তাবের সময়ে রিপাবলিকানদের এমন ম্যানেজার ছিলেন ১৩ জন। এর মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম ছিলেন অন্যতম। এবার এতে যোগ দিতে পারেন রিপাবলিকান নেতা ম্যাকনেল।
Discussion about this post