কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন টিকেট কাউন্টারের সামনে থেকে মো: শফিকুল ইসলাম (২৬) নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেন র্যাব। বুধবার সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করার সময় তাঁর কাছ থেকে বিভিন্ন আন্তনগর ট্রেনের ১৩টি টিকেট জব্দ করেন র্যাব। আটককৃত পৌর এলাকার জগন্নাথপুর মধ্যপাড়ার মৃত শিশু মিয়ার ছেলে শফিকুল ইসলাম।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৭ হাজার ৯শত ৮০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ বিষয়ে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে র্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের বিভিন্ন রুটের ১২টি টিকিটসহ মমিনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ হাজার ৯৮০ টাকা জরিমানা করেন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post