ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। আজ সোমবার বিকেলে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আতিকুল।
ডিএনসিসিতে আজই ছিল তার শেষ অফিস। পদত্যাগের আগে করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এর আগে ডিএনসিসির আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গতকাল রোববার তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আইন অনুযায়ী, নিজ পদে থেকে কোনো মেয়র নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই তিনি পদত্যাগ করলেন।
Discussion about this post