ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক নারীর। মৃত ওই নারীর নাম সবিতা (৪০)।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সবিতা যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ওই জ্বরে ২৫ জনের মৃত্যু হলো।
খুমেক’র মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূ সবিতাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন তিনি।
Discussion about this post