আবরার ফাহাদের একমাত্র ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়বে না।গ্রামের বাড়িতে গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য জানিয়েছে ফায়াজ নিজেই।
আবরার ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।আবরার ফায়াজ বলে, আমাদের দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। ও ছিল আমার অভিভাবক।
ভাই কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার সময় মা ডেকেছিল। কিন্তু আমি শুয়ে ছিলাম। তারপর ভাই বলল, তাড়াতাড়ি ঢাকায় চলে আসবি।এটাই ছিল ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা ও দেখা।
ফায়াজ বলে ভাই ছিল দুজন ছিলাম। এখন একা। ঢাকা আর না কুষ্টিয়াতে পড়াশোনা করব।
Discussion about this post