বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে ঢাকা পর্বের খেলা শেষ হয় ১৮ ডিসেম্বর। আর এই দুই পর্ব মিলে অনুষ্ঠিত হয়েছে মোট ২০টি ম্যাচ। দুই পর্ব মিলে উইকেট শিকারের তালিকায় আছেন শীর্ষে আছেন বাংলাদেশি তরুণ পেসার রানা।
এক নজরে দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা
মেহেদি হাসান রানা
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মেহেদি হাসান রানা। তরুণ এই বাংলাদেশি পেসার প্লেয়ার ড্রাফটে বিক্রি না হলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে সুযোগ পেয়েই ৫ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট।
আন্দ্রে রাসেল
চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। ৫ ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ৩৭ রানে চার উইকেট।
মুজিবুর রহমান
এবারের বিপিএলের আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আফগান স্পিনার মুজিবুর রহমান। ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ২২ রানে ২ উইকেট।
সৌম্য সরকার
৬ ম্যাচে মুজিবের সমান আট উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সৌম্য সরকার। সৌম্যের সেরা বোলিং ১২ রানে ২ উইকেট।
রুবেল হোসেন
তৃতীয় দেশি বোলার এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। নিয়েছেন ৮টি উইকেট। রুবেলের সেরা বোলিং ২৭ রানে ২ উইকেট।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post