ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে কার্টন বাক্সের ভেতরে রাখা এক মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে বাগানগেট সংলগ্ন ফুটপাতে একটি কার্টুনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো মৃত নবজাতককে পায় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেয়ে নবজাতকের বয়স একদিন হবে বলে অনুমান করছে পুলিশ।
বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে এবং তারা ব্যবস্থা নেবে বলে জানান বাচ্চু মিয়া।
Discussion about this post