অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে নির্বাসিত এই লেখিকা লেখেন, আমি মনে করি, জাকির নায়েকের চেয়েও আসাদউদ্দিন ওয়াইসি বিপজ্জনক।
তসলিমা নাসরিন টুইটারে আরো লেখেন, জাকির নায়েক মৌলবাদের জন্য ধর্মকে ব্যবহার করেন। আর আসাদউদ্দিন ওয়াইসি ধর্মকে ব্যবহার করেন রাজনীতির জন্য। আমরা মৌলবাদীদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই কিন্তু ধর্মীয় রাজনীতিবিদদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই না কারণ তারা ধর্মশাসন প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে ব্যবহার করেন।
এদিকে, আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে এ রাজ্যে (পশ্চিমবঙ্গে) এসে মুসলিমদের দরদ দেখানো আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম আসলে বিজেপির সবচেয়ে বড় বন্ধু।
Discussion about this post