ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার পদত্যাগ করায় এবার এ আসনটিকে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
আজ রোববার সংসদ সচিবালয় ঢাকা-১০ আসনকে শূন্য ঘোষণা করে এ গেজেটটি প্রকাশ করে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ ব্যারিস্টা শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মেয়র পদে নির্বাচন করতে রোববার দুপুর দেড়টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর চিঠি দেন তাপস। তার কয়েক ঘণ্টার মাথায় একাদশ জাতীয় সংসদের ১৮৩, ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে সংসদ সদস্যরা মেয়র পদে ভোটের অযোগ্য হবেন। সেক্ষেত্রে মেয়র পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। সে বাধ্যবাধকতা অনুযায়ী পদত্যাগ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আদালতের আদেশে সিটি করপোরেশনের মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় প্রার্থী হতে পদ ছাড়তে হচ্ছে উত্তরের মেয়রকেও।
মঙ্গলবার পদ ছাড়বেন আতিকুল ইসলাম এবং একই দিন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় গত ২৭ ডিসেম্বর থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
Discussion about this post