আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের উইকেট শুরুতেই হারিয়ে ফেলে ঢাকা। আরেক ওপেনার তামিম অবশ্য অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৮ রান।
একসময় বলে রানে সমান ভাবে থাকা তামিম হাফসেঞ্চুরি করেন ৪৪ বলে ছয় হাঁকিয়ে। শেষ পর্যন্ত ৫২ বলে ৪টি চার ও ৩টি ছয়ের মারে এই রান করেন। ঝড় তোলেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীও। মাত্র ২৮ বলে ৫৫ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছয়ের মারে।
মাঝে মাশরাফি নেমেছিলেন চমকে দিয়ে। কিন্তু ফিরে যান প্রথম বলেই। মেহেদী হাসান ১১ বলে ২১ করে সাজঘরে ফেরেন। তিনে নেমে লুইস রিস আউট হন ৯ রান করে। এ ছাড়া আরিফুল হকের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান।
Discussion about this post