বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতে বর্তমানের রানার্সআপ দলটি। বসুন্ধরার হয়ে গোল তিনটি করেছেন তপু বর্মন, দানিয়েল কলিন্দ্রেস এবং নিকোলাস দেলমন্তে। ম্যাচের পুরোটা সময় আক্রমণাত্বক ফুটবল উপহার দিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজেন উচ্ছসিত হলেও মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।
এই নিয়ে টানা দুইবার ফাইনালে উঠল বসুন্ধরা। আগামী রবিবার ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হবে দলটি। এর আগে আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘এই ফলাফল বসুন্ধরা কিংসের জন্য প্রত্যাশিতই ছিল। এমন গরু চরানো মাঠে পুরোটা সময় ছেলেরা আক্রমণাত্মক খেলাটা ধরে রেখেছিল। এটাকেই আমাদের সেরা ম্যাচ বলব না, শুধু ছেলেদের জয়ের মানসিকতার কারণে আমাদের জয় হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পুলিশও বেশ চমক জাগিয়ে সেমিফাইনালে উঠেছিল। কিন্তু তাদের থামতে হচ্ছে এখানেই। বর্তমান রানার্সআপদের কাছে ম্যাচ হেরে হতাশা হলেও শিষ্যদের উচ্ছসিত প্রংশসা করেন বাংলাদেশ পুলিশের কোচ নিকোলা ভিতরোভিচ। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, এখানে আমাদের টানা খেলতে হয়েছে। যদিও এটাকে পরাজয়ের অজুহাত হিসেবে দাঁড় করাব না। কিন্তু এটাই বাস্তবতা। বড় দলের সঙ্গে আমাদের মতো ছোট দলের এখানেই পার্থক্য। তারপরও ছেলেরা ইতিহাস গড়েছে। আমি ওদের নিয়ে গর্বিত।
Discussion about this post