
ক্যাসিনোকাণ্ড ও দুর্নীতি অনিয়মে জড়িয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ও গত মঙ্গলবার দুদকের পরিচালক ও অনুসন্ধানদলের প্রধান সৈয়দ ইকবাল হোসেনের সই করা নিষেধাজ্ঞার চিঠি দুই দফায় পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে। ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার করেছে দুদকের নির্ভরযোগ্য সূত্র। আগামী সপ্তাহে আরো ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে চিঠি পাঠাবে দুদক। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পর্যায়ক্রমে মামলাও করবে দুদক। গত তিন দিনে জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।ভোলার এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রামের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ছাড়াও যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়া, মোহামেডান ক্লাবের পরিচালক (ইনচার্জ) মো. লোকমান হোসেন ভূঁইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ঢাকা উত্তর সিটির ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (মিজান)।
Discussion about this post