দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪১ জন।
গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬৯৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪১ জন। গতকালের চেয়ে ৩২৬ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫৭১ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১০ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৪ জন।
দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৩৬ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ৬৩৬ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২০০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫২৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ১৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৫০৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এখন পর্যন্ত ২ হাজার ৯১৮ জন পুরুষ এবং ৭৭৬ জন নারী মারা গেছেন। ২৪ ঘন্টায় ৩১ জন হাসপাতালে এবং বাড়িতে ৬ জন মৃত্যুবরণ করেছেন।
Discussion about this post