নরওয়ের রাজার মেয়ের সাবেক জামাই ও লেখক আরি বেন মারা গেছেন। মাত্র ৪৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে তার।
২০০২ সালে উপন্যাস ও নাটক লেখক বেন রাজকুমারী মার্থা লুইসকে বিয়ে করেছিলেন । বছর দুয়েক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। নরওয়ের বার্তা সংস্থা এনটিবিকে বেনের মুখপাত্র বলেছেন, আত্মহত্যা করেছেন এই লেখক।
রাজা হ্যারল্ড এবং রানি সোনজা এক বিবৃতিতে বলেছেন, রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বেন। তার সঙ্গে আমাদের অনেক ভালো মুহূর্ত কেটেছে। রাজ পরিবারের বড় মেয়ে লুইসের সঙ্গে ডেনমার্কে জন্ম নেওয়া বেনের বিয়ে হওয়ার সময় বিষয়টি বেশ বিতর্কের জন্ম দিয়েছিল।
বিচ্ছেদের সময় রাজকুমারী লুইস বলেছিলেন, আমাদের সন্তানদের জন্য প্রত্যাশিত নিরাপদ অশ্রয়ের ব্যবস্থা করতে না পারায় আমরা অপরাধ বোধ করছি।
সূত্রঃ কালের কন্ঠ
Discussion about this post